আউলিয়ানগর মোহাম্মদীয়া মাদ্রাসার হাল ধরলেন এডভোকেট শরীফুল ইসলাম লিটন
- Update Time : ০৪:১৮:১১ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
- / ৪৭ Time View
বিজয়নগরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আউলিয়ানগর মোহাম্মদীয়া আলিম মাদ্রাসার পরিচালনা কমিটির নবনির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন ঢাকা মহানগর জজ কোর্টের অতিরিক্ত পিপি ও সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট শরীফুল ইসলাম লিটন।
নির্বাচনের পর বক্তব্য দিচ্ছেন নবনির্বাচিত সভাপতি এডভোকেট শরীফুল ইসলাম লিটন
সভাপতির বক্তব্য
“শুধু পাশের জন্য শিক্ষা নয়, আদর্শ মানুষ গড়ার লক্ষ্য নিয়ে কাজ করব। প্রতিষ্ঠানটিকে প্রযুক্তি ও নৈতিকতার সমন্বিত শিক্ষার কেন্দ্রে রূপান্তর করব ইনশাল্লাহ এডভোকেট শরীফুল ইসলাম লিটন। যে সকল শিক্ষকরা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে অক্ষম, তারা স্বেচ্ছায় দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর আহবান জানান, নবনির্বাচিত পরিচালনা কমিটির সভাপতি এডভোকেট শরীফুল ইসলাম লিটন বলেন,বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে এ শিক্ষা প্রতিষ্ঠানটি ধ্বংসের মুখে পড়েছিল। তবে আমরা নবগঠিত কমিটির সদস্যরা এ পরিস্থিতি পরিবর্তনের একটি বড় চ্যালেঞ্জ গ্রহণ করেছি। এসময় উপস্থিত ছিলেন, পাহাড়পুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান মিয়া, সিরাজুল ইসলাম শিশু ও মোঃ আব্দুল লতিফ, পরিচালনা কমিটির বিদ্যুৎসাহী সদস্য জামাল উদ্দিন ভুইয়া, ইয়াহিয়া খান, বাংলাদেশ ইসলামী ব্যাংকের কর্মকর্তা এবং মুকুন্দপুর হাই স্কুলের এডহক কমিটির সভাপতি মোজাম্মেল হক দুলাল ও সাইফুল ইসলাম চৌধুরী প্রমুখ।
এসময় মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা জসিম উদ্দিন বলেন,
নতুন সভাপতির প্রতি আমাদের আস্থা আছে। তিনি শিক্ষাখাতে ইতিবাচক পরিবর্তন আনবেন বলে বিশ্বাস করি।
ইউনিয়নের অভিভাবকগন বলেন,
অনেক আশা নিয়ে আমরা তাকে বেছে নিয়েছি। এখন চাই তিনি কাজ শুরু করুন মাঠে-ময়দানে।
মাদ্রাসার ভবন সম্প্রসারণ, মাল্টিমিডিয়া ক্লাসরুম চালু, সহশিক্ষা কার্যক্রমে জোর
ছাত্র-ছাত্রীদের জন্য স্কলারশিপ প্রোগ্রাম
শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা
এলাকাবাসী মনে করছেন, অভিজ্ঞ আইনজীবী ও সমাজসেবক হিসেবে এডভোকেট লিটনের নেতৃত্বে প্রতিষ্ঠানটি শুধু শিক্ষা নয়, নৈতিক ও সামাজিক মূল্যবোধেও এগিয়ে যাবে।











