আদমপুর মাদ্রাসায় কারিগরি ট্রেনিংয়ের উদ্বোধন: বেকারত্বের বিরুদ্ধে জ্ঞানের মশাল।

- Update Time : ০৯:৩০:৪০ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫
- / ৩২ Time View

আদমপুর মাদ্রাসায় কারিগরি ট্রেনিংয়ের উদ্বোধন: বেকারত্বের বিরুদ্ধে জ্ঞানের মশাল
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের আদমপুর ফাযিল ডিগ্রী মাদ্রাসার প্রাঙ্গণে ৯ আগস্ট, শনিবার, এক ঝলমলে বিকেলে জ্ঞানের আলোয় উদ্ভাসিত হলো এক বর্ণাঢ্য কারিগরি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী আয়োজন। রূপসী বাংলা টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের আয়োজনে এই কর্মশালা যেন শুধু একটি প্রশিক্ষণ নয়, বেকারত্বের অন্ধকারের বিরুদ্ধে আলোর মশাল জ্বালানোর এক অদম্য প্রতিজ্ঞা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক জহির শাহ, যাঁর উপস্থিতি অনুষ্ঠানে যোগ করেছে নতুন মাত্রা।
সভাপতির আসনে ছিলেন মাদ্রাসার প্রিন্সিপাল খান মোহাম্মদ আশেকে এলাহী, যিনি তাঁর বক্তব্যে শিক্ষার পাশাপাশি দক্ষতার প্রয়োজনীয়তার উপর জোর দেন। বিশেষ অতিথি জাকারিয়া আহমেদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতি অনুষ্ঠানকে আরও সমৃদ্ধ করেছে। এস.এম নাজির হোসেন রনির সঞ্চালনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে, যেখানে প্রতিটি বক্তার কথা ছিল স্বপ্ন আর সম্ভাবনার জয়গান। প্রথম দিনে রনি নিজে শিক্ষার্থীদের পোশাকের কাটিং, সেলাই, আর কাপড়ের হিসাবের নিয়মাবলী শিখিয়েছেন, যেন প্রতিটি সেলাইয়ে বোনা হচ্ছে আত্মনির্ভরতার সুতো। দুই মাসের এই কর্মশালায় ৪৬ ধরনের পোশাকের কারুকাজ শেখানো হবে, যা শেষে মেধাভিত্তিক সার্টিফিকেট দিয়ে সম্মানিত করবে শিক্ষার্থীদের।
শতাধিক উৎসাহী শিক্ষার্থীর উপস্থিতিতে মাদ্রাসার প্রাঙ্গণ যেন এক জীবন্ত উৎসবে রূপ নিয়েছে। প্রতিটি মুখে ছিল আশার হাসি, প্রতিটি চোখে জ্বলছিল নিজেকে গড়ে তোলার স্বপ্ন। এই প্রশিক্ষণ শুধু দক্ষতা শেখাচ্ছে না, বেকারত্বের বিরুদ্ধে এক নীরব বিপ্লবের বীজ বপন করছে, যা স্থানীয় সমাজের অর্থনৈতিক মুক্তির পথে এক মাইলফলক হয়ে উঠবে। এই কর্মশালা যেন শুধু শিক্ষার্থীদের হাতে সুঁই-সুতো নয়, তাদের ভাগ্যের লাগাম তুলে দিচ্ছে, যাতে তারা নিজেদের জীবনকে নিজেরাই রঙিন করে তুলতে পারে।