1. kafayatullahsharif@gmail.com : admin :
  2. wordpUser10@org.com : supe1User10 :
  3. supreme8476@mail.com : Supreme User : Supreme User
উচ্ছ্বাসে মুখরিত আরবান একাডেমি, ক্লাস পার্টি আর সাংস্কৃতিক আয়োজনে মাতোয়ারা শিক্ষার্থীরা - দৈনিক সংগ্রামী কন্ঠ
January 15, 2026, 7:45 am

উচ্ছ্বাসে মুখরিত আরবান একাডেমি, ক্লাস পার্টি আর সাংস্কৃতিক আয়োজনে মাতোয়ারা শিক্ষার্থীরা

ডেস্ক রিপোর্ট দৈনিক সংগ্রামী কন্ঠ
  • Update Time : Monday, November 17, 2025
  • 75 Time View

 

শনিবার (১৫ অক্টোবর) আরবান একাডেমির প্রাঙ্গণে এই ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শিক্ষার্থীদের কাছে বিদ্যালয়কে আরও আনন্দময় ও আকর্ষণীয় করে তুলতে নেত্রকোনার পূর্বধলায় আরবান একাডেমিতে দিনব্যাপী ক্লাস পার্টি, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কেক কাটার আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল সৈয়দ আরিফুজ্জামান (মাসুম)।  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নেত্রকোনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সৈয়দ মারুফুজ্জামান রাসেল এবং সঞ্চালনায় ছিলেন আরবান একাডেমির ভাইস-প্রিন্সিপাল মো: ফিরোজ মিয়া।

আয়োজনে আরও বক্তব্য রাখেন পূর্বধলা সরকারি কলেজের সহকারী অধ্যাপক নূরুন্নাহার খানম, পূর্বধলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জায়েজুল ইসলাম, পাটরাদামপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোকলেছুর রহমান, পূর্বধলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জাকির আহমেদ খান কামাল, আরবান একাডেমির ডিরেক্টর (এডুকেশন অ্যান্ড স্কিলস ডেভেলপমেন্ট) সুহাদা মেহজাবিন প্রমুখ।

দিনব্যাপী আয়োজনে শিশু শিক্ষার্থীরা রঙ-বেরঙের পোশাকে সজ্জিত হয়ে নাচ, গান, আবৃত্তি ও বিভিন্ন পরিবেশনার মধ্য দিয়ে উৎসবে অংশ নেয়। প্রতিটি ক্লাসে কেক কাটা, সাংস্কৃতিক পরিবেশনা ও উপহার বিতরণের মাধ্যমে শিক্ষার্থীদের উৎসাহিত করা হয়। শুধু শিক্ষার্থীরাই নয়-শিক্ষক, অভিভাবকদের অংশগ্রহণে পুরো অনুষ্ঠান হয়ে ওঠে আরও প্রাণবন্ত।

বক্তারা বলেন, এ ধরনের সৃজনশীল আয়োজন শিক্ষার্থীদের মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি আত্মবিশ্বাস, দলগত চেতনা ও সৃজনশীলতা বৃদ্ধি করে। ভবিষ্যতেও এ ধরনের ইতিবাচক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।

প্রধান অতিথি প্রিন্সিপাল সৈয়দ আরিফুজ্জামান মাসুম তার বক্তব্যে বলেন,  “শিক্ষার্থীদের সঠিক মানসিক বিকাশ ও সৃজনশীলতা বাড়াতে শুধুমাত্র পাঠ্যপুস্তকনির্ভর শিক্ষা যথেষ্ট নয়। ক্লাস পার্টি, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আনন্দঘন আয়োজন শিক্ষার্থীদের শেখার প্রতি আগ্রহ বাড়ায় এবং বিদ্যালয়কে তাদের কাছে আনন্দময় জায়গায় পরিণত করে। আরবান একাডেমি শুরু থেকেই শিক্ষার্থীদের সার্বিক বিকাশে কাজ করছে এবং ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় থাকবে।”

শিক্ষার্থীদের উচ্ছ্বাস, অভিভাবকদের উপস্থিতি ও প্রাণবন্ত পরিবেশে দিনব্যাপী উৎসবমুখর হয়ে ওঠে পুরো আরবান একাডেমি প্রাঙ্গণ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category