০৯:২৫ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

এইবার ঈদ যাত্রায় ব্রাহ্মণবাড়িয়ায় নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর কার্যক্রম।

স্টাফ রিপোর্টার: মোঃ কেফায়েত উল্লাহ শরীফ
  • Update Time : ১১:৫৭:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫
  • / ৫৪ Time View

 

স্টাফ রিপোর্টার: ঈদ-উল-আযহা উপলক্ষ্যে ছুটির আগে থেকেই ব্রাহ্মণবাড়িয়ার গুরুত্বপূর্ণ স্থানে সেনাবাহিনীর কঠোর তদারকি ও নিরাপত্তামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।

 

গত ০১ জুন থেকে আশুগঞ্জ টোল প্লাজা, সরাইল বিশ্বরোড, কাউতলী মোড়সহ ব্রাহ্মণবাড়িয়া আর্মি ক্যাম্প এবং আশুগঞ্জ আর্মি ক্যাম্পের পক্ষ থেকে স্থাপন করা হয়েছে চেকপোষ্ট। পরিচালনা করা হচ্ছে মোবাইল কোর্ট এবং যানজট নিরসনে নেওয়া হয়েছে কার্যকরী পদক্ষেপ।

 

ব্রাহ্মণবাড়িয়া সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন বুলবুল আহমেদ জানান, ‘ঈদের ছুটিতে আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী কঠোর অবস্থান ও পদক্ষেপ নিয়েছে। ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে এবং অতিরিক্ত ভাড়া আদায় রোধে চলছে কঠোর নজরদারি। যাত্রীদের নিরাপত্তা, যান চলাচলের শৃংখলা রক্ষা এবং দালাল চক্র ও অসাধু পরিবহন মালিকদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

 

আশুগঞ্জ সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার জানান, ‘যানজট নিরসনের লক্ষ্যে গত ০১ জুন এবং ০৩ জুন ২০২৫ তারিখে ম্যাজিস্ট্রেট এর উপস্থিতিতে সেনাবাহিনী কর্তৃক পরিচালিত মোবাইল কোর্টের মাধ্যমে সরাইল বিশ্বরোড মোড়ের সকল অবৈধ স্থাপনা উচেছদ করেছে। ঈদ-উল-আযহা উপলক্ষে বিভিন্ন গরুর হাটে যেন কোন প্রকার চাঁদাবাজি না হয় সে বিষয়েও সেনাবাহিনী সজাগ দৃষ্টি রয়েছে। মোবাইল কোর্ট টহল দলের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে।

 

তিনি আরো জানান, ‘আমাদের কার্যক্রমের ফলে সাধারণ জনগণ ঈদ যাত্রায় স্বস্তি অনুভব করছেন এবং আইন-শৃংখলা পরিস্থিতিও স্বাভাবিক রয়েছে। ঈদ যাত্রায় নিরাপত্তা ও শৃংখলা নিশ্চিত করতে ব্রাহ্মণবাড়িয়ায় সেনাবাহিনী চেকপোষ্ট ও মোবাইল কোর্টের কার্যক্রম অব্যাহত থাকবে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

এইবার ঈদ যাত্রায় ব্রাহ্মণবাড়িয়ায় নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর কার্যক্রম।

Update Time : ১১:৫৭:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫

 

স্টাফ রিপোর্টার: ঈদ-উল-আযহা উপলক্ষ্যে ছুটির আগে থেকেই ব্রাহ্মণবাড়িয়ার গুরুত্বপূর্ণ স্থানে সেনাবাহিনীর কঠোর তদারকি ও নিরাপত্তামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।

 

গত ০১ জুন থেকে আশুগঞ্জ টোল প্লাজা, সরাইল বিশ্বরোড, কাউতলী মোড়সহ ব্রাহ্মণবাড়িয়া আর্মি ক্যাম্প এবং আশুগঞ্জ আর্মি ক্যাম্পের পক্ষ থেকে স্থাপন করা হয়েছে চেকপোষ্ট। পরিচালনা করা হচ্ছে মোবাইল কোর্ট এবং যানজট নিরসনে নেওয়া হয়েছে কার্যকরী পদক্ষেপ।

 

ব্রাহ্মণবাড়িয়া সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন বুলবুল আহমেদ জানান, ‘ঈদের ছুটিতে আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী কঠোর অবস্থান ও পদক্ষেপ নিয়েছে। ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে এবং অতিরিক্ত ভাড়া আদায় রোধে চলছে কঠোর নজরদারি। যাত্রীদের নিরাপত্তা, যান চলাচলের শৃংখলা রক্ষা এবং দালাল চক্র ও অসাধু পরিবহন মালিকদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

 

আশুগঞ্জ সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার জানান, ‘যানজট নিরসনের লক্ষ্যে গত ০১ জুন এবং ০৩ জুন ২০২৫ তারিখে ম্যাজিস্ট্রেট এর উপস্থিতিতে সেনাবাহিনী কর্তৃক পরিচালিত মোবাইল কোর্টের মাধ্যমে সরাইল বিশ্বরোড মোড়ের সকল অবৈধ স্থাপনা উচেছদ করেছে। ঈদ-উল-আযহা উপলক্ষে বিভিন্ন গরুর হাটে যেন কোন প্রকার চাঁদাবাজি না হয় সে বিষয়েও সেনাবাহিনী সজাগ দৃষ্টি রয়েছে। মোবাইল কোর্ট টহল দলের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে।

 

তিনি আরো জানান, ‘আমাদের কার্যক্রমের ফলে সাধারণ জনগণ ঈদ যাত্রায় স্বস্তি অনুভব করছেন এবং আইন-শৃংখলা পরিস্থিতিও স্বাভাবিক রয়েছে। ঈদ যাত্রায় নিরাপত্তা ও শৃংখলা নিশ্চিত করতে ব্রাহ্মণবাড়িয়ায় সেনাবাহিনী চেকপোষ্ট ও মোবাইল কোর্টের কার্যক্রম অব্যাহত থাকবে।