০২:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

কচুরিপানা তুলতে গিয়ে বিষধর সাপের কামড়ে কৃষকের মৃত্যু, রাজবাড়ীতে শোকের ছায়া

ডেস্ক রিপোর্ট
  • Update Time : ০৮:৩৭:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
  • / ১৭ Time View

 

রাজবাড়ীর কালুখালী উপজেলার কৃষ্ণনগর গ্রামে রাসেলস ভাইপার নামের একটি বিষধর সাপের কামড়ে বাদশা শেখ (৪২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত বাদশা শেখ কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের মনির উদ্দিন শেখের ছেলে। তিনি স্ত্রী, এক মেয়ে ও দুই ছেলে রেখে গেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোর সকাল ৬টার দিকে বাদশা শেখ বাড়ির পাশের একটি ডোবায় জমে থাকা কচুরিপানা পরিষ্কার করছিলেন। এ সময় হঠাৎ বিষাক্ত রাসেলস ভাইপার সাপটি তাকে কামড়ে দেয়। সাপে কামড়ানোর পর তিনি নিজেই নিকটবর্তী এক কবিরাজের কাছে যান। তবে সেখানে অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা দ্রুত তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যান। সকাল সাড়ে ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রতনদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন বলেন, “আমার ইউনিয়নের বাদশা শেখ নামের এক ব্যক্তি সাপে কাটা ঘটনায় মারা গেছেন। হঠাৎ এমন দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দ্রুত আশপাশের ঝোপঝাড় পরিষ্কার ও সচেতনতা বৃদ্ধির দাবি জানান।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

কচুরিপানা তুলতে গিয়ে বিষধর সাপের কামড়ে কৃষকের মৃত্যু, রাজবাড়ীতে শোকের ছায়া

Update Time : ০৮:৩৭:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫

 

রাজবাড়ীর কালুখালী উপজেলার কৃষ্ণনগর গ্রামে রাসেলস ভাইপার নামের একটি বিষধর সাপের কামড়ে বাদশা শেখ (৪২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত বাদশা শেখ কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের মনির উদ্দিন শেখের ছেলে। তিনি স্ত্রী, এক মেয়ে ও দুই ছেলে রেখে গেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোর সকাল ৬টার দিকে বাদশা শেখ বাড়ির পাশের একটি ডোবায় জমে থাকা কচুরিপানা পরিষ্কার করছিলেন। এ সময় হঠাৎ বিষাক্ত রাসেলস ভাইপার সাপটি তাকে কামড়ে দেয়। সাপে কামড়ানোর পর তিনি নিজেই নিকটবর্তী এক কবিরাজের কাছে যান। তবে সেখানে অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা দ্রুত তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যান। সকাল সাড়ে ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রতনদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন বলেন, “আমার ইউনিয়নের বাদশা শেখ নামের এক ব্যক্তি সাপে কাটা ঘটনায় মারা গেছেন। হঠাৎ এমন দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দ্রুত আশপাশের ঝোপঝাড় পরিষ্কার ও সচেতনতা বৃদ্ধির দাবি জানান।