বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, বেগম খালেদা জিয়া কেবল একজন রাজনৈতিক নেত্রী নন—তিনি ইতিহাস, তিনি সময়ের ধারায় অমর এক নাম। তিনি প্রতিটি বাঙালি নারীর প্রেরণা, শক্তি ও সাহসের প্রতীক হয়ে থাকবেন। বৃহস্পতিবার (১ জানুয়ারি) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের আয়োজনে বিএনপি চেয়ারপারসনের বিদায়ী আত্মার মাগফিরাত কামনায় অনুষ্ঠিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। আলাল বলেন, নারী শিক্ষার অগ্রগতিতে বেগম খালেদা জিয়ার অবদান বাংলাদেশের ইতিহাসে অনন্য। আমরা সবসময় বলে আসি—নারী শিক্ষিত হলে পরিবার শিক্ষিত হয়, সন্তান শিক্ষিত হলে জাতি শিক্ষিত হয়। সেই দর্শনের বাস্তব রূপ দিয়েছিলেন বেগম খালেদা জিয়া। তাঁর অনুপস্থিতি প্রাথমিক শিক্ষায় তাঁর অবদানকে যুগ যুগ ধরে আমাদের স্মরণ করিয়ে দেবে। তিনি বলেন, বেগম খালেদা জিয়ার ইন্তেকালের পর যে প্রতিক্রিয়া ও পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তা কেবল...
Developed by BDITHOST