ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভয়াবহ জনবল সংকট ও দালাল চক্রের সক্রিয় উপস্থিতিতির কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাস্থ্যসেবা। চিকিৎসক, নার্স, টেকনোলজিস্ট ও সহায়ক কর্মীর অভাবে এক্সরে, অপারেশন থিয়েটারসহ গুরুত্বপূর্ণ সেবাগুলো বন্ধ রয়েছে। ফলে উপজেলার প্রায় চার লক্ষাধিক মানুষ প্রয়োজনীয় সরকারি স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। উপজেলার একমাত্র সরকারি হাসপাতালটি দীর্ঘদিন ধরে জনবল সংকটে ভুগলেও পরিস্থিতির তেমন উন্নতি হয়নি। এক্সরে মেশিনসহ প্রয়োজনীয় যন্ত্রপাতি থাকলেও টেকনোলজিস্ট না থাকায় এক্সরে সেবা বন্ধ রয়েছে। একইভাবে অপারেশন থিয়েটারের অবকাঠামো ও সরঞ্জাম থাকলেও জনবল সংকটের কারণে কোনো অপারেশন করা যাচ্ছে না। ফলে দুর্ঘটনায় আহত বা হাড়ভাঙা রোগীদের বাধ্য হয়ে জেলা সদর হাসপাতাল কিংবা বেসরকারি হাসপাতালে গিয়ে বেশি খরচে পরীক্ষা-নিরীক্ষা করাতে হচ্ছে। অভিযোগ রয়েছে, এই সুযোগে কিছু দালাল চক্র সক্রিয় হয়ে উঠেছে। স্থানীয়দের দাবি,...
Developed by BDITHOST