ঝালকাঠির নলছিটি উপজেলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় শনিবার (১০ জানুয়ারি) নলছিটি মার্চেন্ট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত দোয়া ও মিলাদ অনুষ্ঠানে বক্তৃতা সংক্ষিপ্ত করার সিদ্ধান্তের পর থেকে দুই পক্ষের মধ্যে বিশৃঙ্খলা, মঞ্চ দখল ও হাতাহাতির মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে, ঘটনাটি কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের শীর্ষ নেতাদের উপস্থিতিতেই সংঘটিত হয় এবং প্রায় ১০ হাজার নেতাকর্মী এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, অনুষ্ঠান চলাকালে সময়ের স্বল্পতার কারণে বক্তৃতা কমানোর সিদ্ধান্ত নেয়া হলে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম গাজী উত্তেজিত হয়ে জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল মন্টুর হাত থেকে মাইক্রোফোন ছিনিয়ে নেন এবং ছাত্রদল ও যুবদলের ২০ থেকে ৩৫ নামধারী কর্মী মঞ্চে উঠে সিনিয়র নেতাদের সামনে হাতাহাতিতে জড়িয়ে পড়েন, এতে অশালীন ভাষায় গালাগাল শুরু হয়...
Developed by BDITHOST