প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জামায়াতের স্পষ্ট অবস্থান।

- Update Time : ১১:৫২:৫১ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
- / ৩১ Time View

বাংলাদেশ জামায়াতে ইসলামি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কোনো দ্বিমত নেই বলে জানালেও নির্বাচন গ্রহণযোগ্য করতে জুলাই চার্টার বাস্তবায়নকে সর্বাধিক গুরুত্বপূর্ণ শর্ত হিসেবে তুলে ধরেছে।
রোববার বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে জামায়াত প্রতিনিধি দলের নেতা ডা. আবদুল্লাহ মো. তাহের বলেন, “জুলাই চার্টার বাস্তবায়ন ছাড়া নির্বাচনের সময় ঘোষণা করা ভুল সিদ্ধান্ত। লন্ডনে বৈঠক করেও এ বিষয়টি উপেক্ষা করা হয়েছে, যা রাজনৈতিক বাস্তবতার সঙ্গে যায় না।”
এ সময় আওয়ামী লীগ ও জাতীয় পার্টি (জাপা) নিষিদ্ধের পক্ষে অবস্থান পুনর্ব্যক্ত করে জামায়াত। পাশাপাশি তারা পুরনো ভোটপদ্ধতি পরিহার করে নতুন প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (PR) পদ্ধতিতে নির্বাচনের দাবি জানায়। তাহেরের ভাষায়, “পুরনো পদ্ধতিতে কেন্দ্র দখল ও অনিয়মের সুযোগ থাকে, নতুন প্রক্রিয়ায় এ ধরনের অপকর্মের অবসান ঘটানো সম্ভব।”
তিনি আরও বলেন, “যেসব বিষয়ে মতভেদ রয়েছে, সেগুলো আলোচনার মাধ্যমে সমাধান করাই এখন জরুরি। সবার অংশগ্রহণ ছাড়া নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। যারা পরিস্থিতি ঘোলাটে করতে চাইছে, তারা সুযোগ নেবে।”
বৈঠকে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ ও রফিকুল ইসলাম খান উপস্থিত ছিলেন। অন্যদিকে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনায় উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্যও যোগ দেন।
প্রধান উপদেষ্টা পর্যায়ক্রমে এনসিপি ও বিএনপি নেতাদের সঙ্গেও বৈঠকে বসবেন বলে জানা গেছে।