১২:৫৩ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় নতুন ট্রেন চালু ও আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে রেলপথ অবরোধ করে বিক্ষোভ।

স্টাফ রিপোর্টার: মোঃ কেফায়েত উল্লাহ শরীফ
  • Update Time : ০৫:৪৮:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫
  • / ৯৭ Time View

ব্রাহ্মণবাড়িয়ায় নতুন ট্রেন চালু ও আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে রেলপথ অবরোধ করে বিক্ষোভ।

ঢাকা- ব্রাহ্মণবাড়িয়া রেলপথে একটি বিশেষ ট্রেন চালু ও বেশ কয়েকটি আঃন্তনগর ট্রেনের যাত্রা বিরতি, ট্রেনের আসন বাড়ানো, কালোবাজারি বন্ধের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছে বিক্ষুব্ধ জনতা।

আজ শুক্রবার সকাল সোয়া দশটা থেকে সম্মিলিত সামাজিক সাংস্কৃতিক সংগঠনের ব্যানারে সাধারণ মানুষ এই অবরোধ কর্মসূচি পালন করছেন। এসময় ঢাকাগামী আন্তঃনগর সুবর্ণ এক্সপ্রেস আখাউড়া স্টেশনে আটকা পড়ে। প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে এক ঘন্টা পর অবরোধ তুলে নিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, জেলা নাগরিক ফোরাম গত সাত বছর ধরে এই দাবিতে আন্দোলন করে আসছিল। জেলা সদরের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এক হয়ে শুক্রবার আন্দোলনে নামেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা, সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ প্রশাসনের লোকজন ছুটে এসে আন্দোলনকারিদেরকে সরিয়ে নেন।

বিক্ষোভকারীরা জানান, দেশের পূর্বাঞ্চলের রেলপথে ব্রাহ্মণবাড়িয়া একটি গুরুত্বপূর্ণ স্টেশন। যেখান থেকে সরকার প্রতিবছর বিপুল অংকের রাজস্ব পেয়ে থাকে। অথচ সে হিসেবে বাড়েনি যাত্রী সেবার মান। এসব রেলপথে চলাচলের জন্য যে পরিমাণ ট্রেন যাত্রা বিরতি করছে তা নগন্য। এতে জেলাবাসিকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।

জেলাবাসী দীর্ঘদিন ধরে বিভিন্ন আন্তঃনগর ট্রেনের ব্রাহ্মণবাড়িয়া স্টেশন যাত্রাবিরতির দাবি জানিয়ে আসলেও কর্তৃপক্ষ কেবল আশ্বাস দিয়ে অতিবাহিত করেছেন। ফলে বাধ্য হয়েই তাদেরকে রেলপথ অবরোধের মত কঠোর কর্মসূচি হাতে নিতে হয়েছে।

বিক্ষোভকারীরা আরো জানান, দ্রুত সময়ের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত না এলে আগামী দিনে আরো কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত মো. ইসতিয়াক ভূঁইয়া বলেন, এসব দাবির বিষয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্টদেরকে অবহিত করা হয়েছে। আজকের এ আন্দোলন বিষয়েও অবহিত করা হবে। আমাদর এই আশ্বাসে ও আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে আন্দোলনকারিরা সরে গেছেন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

ব্রাহ্মণবাড়িয়ায় নতুন ট্রেন চালু ও আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে রেলপথ অবরোধ করে বিক্ষোভ।

Update Time : ০৫:৪৮:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ায় নতুন ট্রেন চালু ও আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে রেলপথ অবরোধ করে বিক্ষোভ।

ঢাকা- ব্রাহ্মণবাড়িয়া রেলপথে একটি বিশেষ ট্রেন চালু ও বেশ কয়েকটি আঃন্তনগর ট্রেনের যাত্রা বিরতি, ট্রেনের আসন বাড়ানো, কালোবাজারি বন্ধের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছে বিক্ষুব্ধ জনতা।

আজ শুক্রবার সকাল সোয়া দশটা থেকে সম্মিলিত সামাজিক সাংস্কৃতিক সংগঠনের ব্যানারে সাধারণ মানুষ এই অবরোধ কর্মসূচি পালন করছেন। এসময় ঢাকাগামী আন্তঃনগর সুবর্ণ এক্সপ্রেস আখাউড়া স্টেশনে আটকা পড়ে। প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে এক ঘন্টা পর অবরোধ তুলে নিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, জেলা নাগরিক ফোরাম গত সাত বছর ধরে এই দাবিতে আন্দোলন করে আসছিল। জেলা সদরের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এক হয়ে শুক্রবার আন্দোলনে নামেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা, সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ প্রশাসনের লোকজন ছুটে এসে আন্দোলনকারিদেরকে সরিয়ে নেন।

বিক্ষোভকারীরা জানান, দেশের পূর্বাঞ্চলের রেলপথে ব্রাহ্মণবাড়িয়া একটি গুরুত্বপূর্ণ স্টেশন। যেখান থেকে সরকার প্রতিবছর বিপুল অংকের রাজস্ব পেয়ে থাকে। অথচ সে হিসেবে বাড়েনি যাত্রী সেবার মান। এসব রেলপথে চলাচলের জন্য যে পরিমাণ ট্রেন যাত্রা বিরতি করছে তা নগন্য। এতে জেলাবাসিকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।

জেলাবাসী দীর্ঘদিন ধরে বিভিন্ন আন্তঃনগর ট্রেনের ব্রাহ্মণবাড়িয়া স্টেশন যাত্রাবিরতির দাবি জানিয়ে আসলেও কর্তৃপক্ষ কেবল আশ্বাস দিয়ে অতিবাহিত করেছেন। ফলে বাধ্য হয়েই তাদেরকে রেলপথ অবরোধের মত কঠোর কর্মসূচি হাতে নিতে হয়েছে।

বিক্ষোভকারীরা আরো জানান, দ্রুত সময়ের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত না এলে আগামী দিনে আরো কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত মো. ইসতিয়াক ভূঁইয়া বলেন, এসব দাবির বিষয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্টদেরকে অবহিত করা হয়েছে। আজকের এ আন্দোলন বিষয়েও অবহিত করা হবে। আমাদর এই আশ্বাসে ও আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে আন্দোলনকারিরা সরে গেছেন।