1. kafayatullahsharif@gmail.com : admin :
  2. wordpUser10@org.com : supe1User10 :
  3. supreme8476@mail.com : Supreme User : Supreme User
ব্রাহ্মণবাড়িয়ায় নবাগত পুলিশ সুপার শাহ মোঃ আব্দুর রউফের যোগদান: আইন-শৃঙ্খলা রক্ষায় পেশাদার মনোভাবের প্রতিশ্রুতি। - দৈনিক সংগ্রামী কন্ঠ
January 12, 2026, 11:03 am

ব্রাহ্মণবাড়িয়ায় নবাগত পুলিশ সুপার শাহ মোঃ আব্দুর রউফের যোগদান: আইন-শৃঙ্খলা রক্ষায় পেশাদার মনোভাবের প্রতিশ্রুতি।

ডেস্ক রিপোর্ট দৈনিক সংগ্রামী কন্ঠ
  • Update Time : Saturday, November 29, 2025
  • 70 Time View

 

ব্রাহ্মণবাড়িয়া জেলায় নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জনাব শাহ মোঃ আব্দুর রউফ। আজ ২৯ নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।

তিনি ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের একজন দক্ষ ও অভিজ্ঞ কর্মকর্তা। এর আগে তিনি *ডিএমপি ঢাকা সিএমপি চট্টগ্রাম এবং পিবিআই-এ গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

দায়িত্ব গ্রহণের পর নবাগত পুলিশ সুপার জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করেন এবং জেলার সকল পদমর্যাদার পুলিশ কর্মকর্তাদের নিয়ে *মতবিনিময় সভায় অংশ নেন। তিনি সকলকে সততা, পেশাদারিত্ব এবং নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।

তিনি বলেন, জেলার জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা একসঙ্গে কাজ করবো। অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে চলবো।

নবাগত পুলিশ সুপারের যোগদানে জেলার আইন-শৃঙ্খলা রক্ষায় নতুন প্রত্যাশা তৈরি হবে বলে মনে করেন সচেতন মহল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category