১২:৫৫ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় ৪৫ লাখ টাকার ভারতীয় চোরাচালানী পণ্য জব্দ, বিজিবির অভিযান অব্যাহত।

জহির শাহ ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
  • Update Time : ০১:১৪:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫
  • / ৩২ Time View

 

জহির শাহ্, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ২৭ আগস্ট ২০২৫

 

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইব্রাহিমপুর এলাকায় সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) একটি সফল অভিযান পরিচালনা করে প্রায় অর্ধ কোটি টাকা মূল্যের ভারতীয় চোরাচালানী পণ্য জব্দ করেছে। বুধবার (২৭ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের বিশেষ টহলদল এই অভিযান চালায়।

অভিযানে ৩,৮৫২ পিস উন্নতমানের ভারতীয় সানগ্লাস এবং ৯১৭ প্যাকেট সিগারেট জব্দ করা হয়, যার মোট মূল্য ৪৫ লাখ ৫৮ হাজার ১৫০ টাকা। জব্দকৃত এসব পণ্য আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। এছাড়া, গত ২৫ আগস্ট আরেকটি অভিযানে ২১৭৫ কেজি ভারতীয় ফুচকা এবং ৮১০ কেজি জিরা আটক করা হয়, যার মূল্য ২৫ লাখ ৪৫ হাজার ৫০০ টাকা। এই পণ্যগুলোও আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়া হয়েছে।

সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর এবং হবিগঞ্জের মাধবপুর উপজেলার সীমান্তবর্তী এলাকা দিয়ে কোনো প্রকার চোরাচালানী পণ্য বা মাদকদ্রব্য বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সেজন্য বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। তিনি আরও বলেন, “এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং আমরা চোরাচালান প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছি।”

এই অভিযানগুলো সীমান্ত এলাকায় চোরাচালান রোধে বিজিবির দৃঢ় প্রতিশ্রুতি ও নজরদারির প্রমাণ বহন করে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

ব্রাহ্মণবাড়িয়ায় ৪৫ লাখ টাকার ভারতীয় চোরাচালানী পণ্য জব্দ, বিজিবির অভিযান অব্যাহত।

Update Time : ০১:১৪:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫

 

জহির শাহ্, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ২৭ আগস্ট ২০২৫

 

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইব্রাহিমপুর এলাকায় সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) একটি সফল অভিযান পরিচালনা করে প্রায় অর্ধ কোটি টাকা মূল্যের ভারতীয় চোরাচালানী পণ্য জব্দ করেছে। বুধবার (২৭ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের বিশেষ টহলদল এই অভিযান চালায়।

অভিযানে ৩,৮৫২ পিস উন্নতমানের ভারতীয় সানগ্লাস এবং ৯১৭ প্যাকেট সিগারেট জব্দ করা হয়, যার মোট মূল্য ৪৫ লাখ ৫৮ হাজার ১৫০ টাকা। জব্দকৃত এসব পণ্য আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। এছাড়া, গত ২৫ আগস্ট আরেকটি অভিযানে ২১৭৫ কেজি ভারতীয় ফুচকা এবং ৮১০ কেজি জিরা আটক করা হয়, যার মূল্য ২৫ লাখ ৪৫ হাজার ৫০০ টাকা। এই পণ্যগুলোও আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়া হয়েছে।

সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর এবং হবিগঞ্জের মাধবপুর উপজেলার সীমান্তবর্তী এলাকা দিয়ে কোনো প্রকার চোরাচালানী পণ্য বা মাদকদ্রব্য বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সেজন্য বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। তিনি আরও বলেন, “এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং আমরা চোরাচালান প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছি।”

এই অভিযানগুলো সীমান্ত এলাকায় চোরাচালান রোধে বিজিবির দৃঢ় প্রতিশ্রুতি ও নজরদারির প্রমাণ বহন করে।