ব্রাহ্মণবাড়িয়া সরাইল মহাসড়কের পাশে দখলমুক্ত করতে প্রশাসনের উচ্ছেদ অভিযান। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বিশ্বরোড মোড়ে যানজট মুক্ত রাখতে ঢাকা সিলেট ও কুমিল্লা সিলেট মহাসড়কের পাশে অবৈধ ভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনাকরেছে উপজেলা প্রশাসন। রবিবার (২ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মোশারফ হোসাইন এই অভিযানের নেতৃত্ব দেন। অভিযানে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুক্তা গোস্বামী, সরাইল থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল হাসান ও খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ মামুন রহমান এই অভিযানে সহযোগিতা করেন। সকাল থেকে ঢাকা সিলেট মহাসড়কের পাশে সড়ক জনপদ বিভাগের জায়গা দখল করে অবৈধ স্থাপনা উচ্ছেদে এই অভিযান শুরু হয়। পরে দুপুর পর্যন্ত কুমিল্লা সিলেট মহাসড়কের পাশে এই উচ্ছেদ অভিযান চলে। এসময় অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা প্রায় শতাধিক দোকানপাট ভেঙে...
Developed by BDITHOST