যারা বাংলাদেশকে নতুনভাবে গঠন করতে দিতে চায় না, তারা এখনই নির্বাচন চায়- ফরহাদ মজহার কবি, প্রাবন্ধিক ও রাজনৈতিক ভাষ্যকার ফরহাদ মজহার বলেন, যারা বাংলাদেশকে নতুনভাবে গঠন করতে দিতে চায় না। তারা বলছে আমরা এখনই নির্বাচন চাই। আমরা এখনই সরকার গঠন করতে চাই। ওরা ১৫ বছর লুটপাট করেছে আমরাও ১৫ বছর, ২০ বছর লুটপাট করব। এটা হল পরিস্থিতি। আমাদের কাজ তারা করতে দিচ্ছে না। ফলে তাদের সম্পর্কে সাবধান থাকবেন। আমরা নতুন বাংলাদেশ গঠন করতে চাই। যত অরাজকতা, যত বিশৃঙ্খলা হচ্ছে বাংলাদেশের সর্বত্র এর পেছনে তাদের হাত আছে এবং পরাজিত শক্তি আওয়ামীলীগ এরও হাত আছে। এটা বুঝার মত কান্ডজ্ঞান আমাদের থাকা উচিত। শনিবার (২২ ফেব্রুয়ারি) রাতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের আধ্যাত্বিক সাধক পুরুষ আব্দুল কাদির শাহ রহ এর ৫৭তম স্বরণোৎসব ও...
Developed by BDITHOST