০২:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

রসমালাইয়ে প্রতারণা: ভোক্তা অধিকার অভিযানে জরিমানা ও প্রতিষ্ঠান বন্ধ

সাংবাদিক এস এম কিবরিয়া ব্রাহ্মণবাড়িয়া
  • Update Time : ০৫:১১:০০ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
  • / ৪১ Time View

 

এস এম কিবরিয়া, ব্রাহ্মণবাড়িয়া:

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে রসমালাই খেয়ে শিশুসহ পাঁচজন অসুস্থ হওয়ার ঘটনায় অবশেষে সেই ‘রংধনু বেকারী অ্যান্ড সুইট হাট’প্রতিষ্ঠানটি সিলগালা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

বুধবার (২২ অক্টোবর) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অধিদপ্তরের কর্মকর্তা) অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটি সিলগালা করেন।

এর আগে গতকাল মঙ্গলবার (২১ অক্টোবর)দুপুরে সিঙ্গারবিল বাজারের ওই মিষ্টির দোকান থেকে রসমালাই কিনে খাওয়ার পর একই পরিবারের পাঁচজন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন।

ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।পরবর্তীতে বিষয়টি সোশ্যাল মিডিয়া দ্রুত ছড়িয়ে পরে,এবং দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রচার হয়,স্থানীয়রা বলেন,অসাধু ব্যবসায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি হলে এ ধরনের ঘটনা আর ঘটবে না।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী। উপজেলা নির্বাহী কর্মকর্তা এ অভিযানে সার্বিক সহযোগিতা করেন।

অভিযান চলাকালে বেকারির ভেতরে চরম অস্বাস্থ্যকর পরিবেশ, অপরিষ্কার কর্মপরিবেশ, খোলা জায়গায় খাদ্যদ্রব্য সংরক্ষণসহ নানা অনিয়ম ধরা পড়ে। সবচেয়ে ভয়াবহ দৃশ্য ছিল মিষ্টির শিরার ভেতরে মৃত তেলাপোকা পড়ে থাকা। এই শিরা ব্যবহার করে মিষ্টি প্রস্তুত ও বিক্রির প্রস্তুতি নিচ্ছিল প্রতিষ্ঠানটি।

এছাড়া মিষ্টি প্রস্তুতকারীরা কোনো স্বাস্থ্যবিধি না মেনে, ড্রেস কোড ছাড়া হাতে খোলা অবস্থায় মিষ্টি তৈরি করছিলেন।

এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী রংধনু বেকারি অ্যান্ড সুইট হাটকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয় এবং প্রতিষ্ঠানটি সাময়িকভাবে সিলগালা ঘোষণা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।

ঘটনার পর স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে। পরে তদন্তে খাদ্যে নিম্নমানের উপকরণ ব্যবহারের প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার অধিদপ্তর আইন অনুযায়ী দোকানটি সিলগালা করে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

রসমালাইয়ে প্রতারণা: ভোক্তা অধিকার অভিযানে জরিমানা ও প্রতিষ্ঠান বন্ধ

Update Time : ০৫:১১:০০ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫

 

এস এম কিবরিয়া, ব্রাহ্মণবাড়িয়া:

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে রসমালাই খেয়ে শিশুসহ পাঁচজন অসুস্থ হওয়ার ঘটনায় অবশেষে সেই ‘রংধনু বেকারী অ্যান্ড সুইট হাট’প্রতিষ্ঠানটি সিলগালা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

বুধবার (২২ অক্টোবর) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অধিদপ্তরের কর্মকর্তা) অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটি সিলগালা করেন।

এর আগে গতকাল মঙ্গলবার (২১ অক্টোবর)দুপুরে সিঙ্গারবিল বাজারের ওই মিষ্টির দোকান থেকে রসমালাই কিনে খাওয়ার পর একই পরিবারের পাঁচজন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন।

ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।পরবর্তীতে বিষয়টি সোশ্যাল মিডিয়া দ্রুত ছড়িয়ে পরে,এবং দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রচার হয়,স্থানীয়রা বলেন,অসাধু ব্যবসায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি হলে এ ধরনের ঘটনা আর ঘটবে না।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী। উপজেলা নির্বাহী কর্মকর্তা এ অভিযানে সার্বিক সহযোগিতা করেন।

অভিযান চলাকালে বেকারির ভেতরে চরম অস্বাস্থ্যকর পরিবেশ, অপরিষ্কার কর্মপরিবেশ, খোলা জায়গায় খাদ্যদ্রব্য সংরক্ষণসহ নানা অনিয়ম ধরা পড়ে। সবচেয়ে ভয়াবহ দৃশ্য ছিল মিষ্টির শিরার ভেতরে মৃত তেলাপোকা পড়ে থাকা। এই শিরা ব্যবহার করে মিষ্টি প্রস্তুত ও বিক্রির প্রস্তুতি নিচ্ছিল প্রতিষ্ঠানটি।

এছাড়া মিষ্টি প্রস্তুতকারীরা কোনো স্বাস্থ্যবিধি না মেনে, ড্রেস কোড ছাড়া হাতে খোলা অবস্থায় মিষ্টি তৈরি করছিলেন।

এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী রংধনু বেকারি অ্যান্ড সুইট হাটকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয় এবং প্রতিষ্ঠানটি সাময়িকভাবে সিলগালা ঘোষণা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।

ঘটনার পর স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে। পরে তদন্তে খাদ্যে নিম্নমানের উপকরণ ব্যবহারের প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার অধিদপ্তর আইন অনুযায়ী দোকানটি সিলগালা করে।