শালিস ঘিরে রক্তাক্ত হত্যাকাণ্ড, মিরপুরে র্যাবের অভিযানে গ্রেপ্তার দুই পলাতক আসামি
- Update Time : ০৯:৪৯:৩১ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
- / ৪৩ Time View
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার দাঁতমণ্ডল গ্রামে শালিস বৈঠকের জেরে সংঘটিত এক রক্তাক্ত হত্যাকাণ্ডের ঘটনায় পলাতক থাকা দুই আসামিকে ঢাকা মিরপুর থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব-৯ ও র্যাব-৪ এর যৌথ অভিযানে রাজধানীর মিরপুর চিড়িয়াখানা এলাকা থেকে (১ ৯ অক্টোবর) ভোররাতে গ্রেপ্তার করা হয় মো. জালাল উদ্দিন (৪০), পিতা মৃত জাহের উদ্দিন এবং ছাফিল উদ্দিন (৪২), পিতা মৃত নূর হোসেন—দুজনই দাঁতমণ্ডল গ্রামের বাসিন্দা। র্যাবের এক কর্মকর্তা জানান, প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামিদের অবস্থান শনাক্ত করে দ্রুত অভিযান চালায়ে আসামিদেরকে গ্রেফতার করা সম্ভব হয়েছে ।
পারিবারিক বিরোধের জেরে গত মাসে দাঁতমণ্ডল গ্রামে স্থানীয়ভাবে একটি শালিস বৈঠক বসে। বৈঠক চলাকালে দুই পক্ষের মধ্যে তুমুল বাকবিতণ্ডার একপর্যায়ে হামলার ঘটনা ঘটে। এতে আমির আলী নামে একজন গুরুতর আহত হন। তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে নাসিরনগর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকেই আসামিরা পলাতক ছিল।
র্যাব-৯ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নাসিরনগর থানায় হস্তান্তর করা হয়েছে।
নিহতের পরিবারের সদস্যরা র্যাবকে ধন্যবাদ জানিয়ে বলেন, দীর্ঘদিন আমরা নিরাপত্তাহীনতায় ভুগেছি। অবশেষে আসামিরা ধরা পড়ায় স্বস্তি ফিরে এসেছে। আমরা দ্রুত বিচার চাই।
আজ ১৯ অক্টোবর (রবিবার) বিকালে র্যাব-৯, সিলেট ব্যাটালিয়নের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ বিষয়টি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন।ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে শালিস বৈঠকে দুই পক্ষের সংঘর্ষে নিহত আমির আলী হত্যা মামলার দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।











