বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত ব্যারিস্টার রুমিন ফারহানার আয় ও সম্পদের ঘোষণায় ছয় বছরে এসেছে বড় ধরনের পরিবর্তন। ২০১৯ ও ২০২৫ সালের নির্বাচনী হলফনামা বিশ্লেষণে দেখা গেছে, এই সময়ে তার বার্ষিক আয় বেড়েছে ২২ গুণেরও বেশি এবং নগদ অর্থ বেড়েছে তিন গুণের বেশি। একই সঙ্গে রাজধানীর অভিজাত এলাকায় তার নামে একাধিক ফ্ল্যাট ও জমির তথ্য উঠে এসেছে। ২০১৯ সালের ৩ আগস্ট একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার মাত্র দুই মাস পর তিনি তৎকালীন সরকারের কাছে ১০ কাঠা জমি বরাদ্দ চেয়ে আবেদন করেন এবং ওই আবেদনে ঢাকায় নিজের নামে কোনো ফ্ল্যাট বা জমি নেই বলে উল্লেখ করেন। তবে ছয় বছর পর দাখিল করা ২০২৫ সালের হলফনামায় দেখা যায়, ধানমন্ডির ল্যাবরেটরি রোডে তার নামে ৫ কাঠা জমি, একই...
Developed by BDITHOST