হাত ধুয়ে সুস্থ থাকার বার্তা নিয়ে জামালপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
- Update Time : ০৭:৫৯:৪০ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
- / ৪৪ Time View
বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৫ উপলক্ষে জামালপুরে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়েছে। ১৫ অক্টোবর (বুধবার) সকালে জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে এ উপলক্ষে একটি সচেতনতামূলক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জামালপুর সদর হাসপাতাল চত্বর থেকে র্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সদর হাসপাতালের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জামালপুরের সিভিল সার্জন ডা. মো. আজিজুল হক।
আলোচনা সভায় বক্তারা বলেন, শুধু হাত ধোয়ার মাধ্যমে অনেক সংক্রামক রোগ প্রতিরোধ করা সম্ভব। তাই শিশু থেকে বয়স্ক—সবার মধ্যে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার বিকল্প নেই। এ বছর দিবসটির প্রতিপাদ্য ছিল— হাত ধুয়ে সুস্থ থাকি, জীবাণু দূরে রাখি।
অনুষ্ঠানে জনস্বাস্থ্যের নির্বাহী প্রকৌশলী জাহিদ পারভেজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক হাসিনা বেগম। এ সময় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা সিভিল সার্জন আজিজুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক ইফতেখার ইউনুস, একে এম আব্দুল্লাহ বিন রশিদ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী আহসান,
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা স্বাস্থ্য কর্মকর্তা, বিভিন্ন স্কুলের শিক্ষার্থী, স্বাস্থ্যকর্মী ও এনজিও প্রতিনিধিরা আরও অনেকে। বিশেষ অতিথির বক্তব্যে স্বাস্থ্য কর্মকর্তারা স্কুলে স্কুলে সচেতনতা কর্মসূচির ঘোষণা দেন।
অনুষ্ঠান শেষে হাতে সাবান দিয়ে হাত ধোয়ার প্র্যাকটিক্যাল প্রদর্শন করা হয়।











