৬০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলায় মাদক ব্যবসায়ী আটক । ব্রাহ্মণবাড়িয়ার জেলার বিজয়নগর উপজেলায় ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজয়নগর থানার ইসলামপুর ফাঁড়ি পুলিশ । গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পুলিশ। আটককৃত ব্যক্তি সে উপজেলার বুধন্তি ইউপির গাছতলা গ্রামের রাজ খাঁ মিয়ার ও শাহেদা বেগমের ছেলে ফারুক (৫১) আজ বুধবার ১৯ ফেব্রুয়ারি দুপুর আড়াইটায় গোপন সংবাদের ভিত্তিতে ইসলামপুর ফাঁড়ির এসআই আলী রেজা মামুন সঙ্গীয় ফোর্স সহ আটকৃত ফারুক মিয়ার বসত ঘরে অভিযান পরিচালনা করে তাকে আটক করে তাহার কাছ থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রয়ের নগদ ১,৭৬০) টাকা উদ্ধার করে। প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানা যায় যে, উক্ত আলামত বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। উক্ত বিষয়ে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।
Developed by BDITHOST