1. kafayatullahsharif@gmail.com : admin :
  2. wordpUser10@org.com : supe1User10 :
  3. supreme8476@mail.com : Supreme User : Supreme User
জামালপুরে হারুনুর রশিদ লিচুর বিরুদ্ধে রাস্তা  বন্ধের অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ  মিছিল। - দৈনিক সংগ্রামী কন্ঠ
January 15, 2026, 9:05 am

জামালপুরে হারুনুর রশিদ লিচুর বিরুদ্ধে রাস্তা  বন্ধের অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ  মিছিল।

জামালপুর জেলা প্রতিনিধি
  • Update Time : Tuesday, February 25, 2025
  • 106 Time View

জামালপুরে হারুনুর রশিদ লিচুর বিরুদ্ধে রাস্তা  বন্ধের অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ  মিছিল।

 

জামালপুর সদরের নাকাটি এলাকায় হারুন অর রশিদ লিচু প্রায় ২শতাধিক পরিবারের চলাচলের একমাত্র রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। লিচু নাকাটি এলাকার মৃত বিলাত শেখের ছেলে।

 

সোমবার সকালে নাকাটি এলাকাবাসী এ মানববন্ধনের আয়োজন করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন, স্থানীয় রুবেল, আলিম উদ্দিন ময়নাসহ অনেকে।
বক্তব্যরা বলেন,আরওআর, বিআরএস, সরকারী ম্যাপে রাস্তাটি উল্লেখ্য থাকায় স্থানীয় চেয়ারম্যান ও ইউপি সদস্যরা এলাকাবাসীর সাথে সরকারী অর্থায়নে মাটি কেটে রাস্তাটি তৈরি করে দেন। তবে এলাকাবাসীর বিপক্ষে গিয়ে হারুন অর রশিদ লিচু রাস্তাটি নির্মাণের প্রায় ১ বছর পর বন্ধ করে দেন। এতে প্রায় ২ শতাধিক পরিবার গৃহবন্দী হয়ে পড়ে।

 

 

দ্রুত সময়ের মধ্যে রাস্তাটি উম্নোক্ত করে হারুন অর রশিদ লিচুকে বিচারের আওতায় আনার দাবি এলাকাবাসী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category