জামালপুরে হারুনুর রশিদ লিচুর বিরুদ্ধে রাস্তা বন্ধের অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল।
জামালপুর সদরের নাকাটি এলাকায় হারুন অর রশিদ লিচু প্রায় ২শতাধিক পরিবারের চলাচলের একমাত্র রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। লিচু নাকাটি এলাকার মৃত বিলাত শেখের ছেলে।
সোমবার সকালে নাকাটি এলাকাবাসী এ মানববন্ধনের আয়োজন করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন, স্থানীয় রুবেল, আলিম উদ্দিন ময়নাসহ অনেকে।
বক্তব্যরা বলেন,আরওআর, বিআরএস, সরকারী ম্যাপে রাস্তাটি উল্লেখ্য থাকায় স্থানীয় চেয়ারম্যান ও ইউপি সদস্যরা এলাকাবাসীর সাথে সরকারী অর্থায়নে মাটি কেটে রাস্তাটি তৈরি করে দেন। তবে এলাকাবাসীর বিপক্ষে গিয়ে হারুন অর রশিদ লিচু রাস্তাটি নির্মাণের প্রায় ১ বছর পর বন্ধ করে দেন। এতে প্রায় ২ শতাধিক পরিবার গৃহবন্দী হয়ে পড়ে।
দ্রুত সময়ের মধ্যে রাস্তাটি উম্নোক্ত করে হারুন অর রশিদ লিচুকে বিচারের আওতায় আনার দাবি এলাকাবাসী।