1. kafayatullahsharif@gmail.com : admin :
  2. wordpUser10@org.com : supe1User10 :
  3. supreme8476@mail.com : Supreme User : Supreme User
ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলায় সিঙ্গারবিল সিএনজি স্ট্যান্ডে চাঁদাবাজির অভিযোগে ভুয়া সাংবাদিক গ্রেপ্তার। - দৈনিক সংগ্রামী কন্ঠ
January 15, 2026, 9:05 am

ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলায় সিঙ্গারবিল সিএনজি স্ট্যান্ডে চাঁদাবাজির অভিযোগে ভুয়া সাংবাদিক গ্রেপ্তার।

স্টাফ রিপোর্টার: মোঃ কেফায়েত উল্লাহ শরীফ
  • Update Time : Sunday, March 9, 2025
  • 141 Time View

স্টাফ রিপোর্টার মোঃ কেফায়েত উল্লাহ শরীফ

 

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের সিঙ্গারবিলে সিএনজি স্ট্যান্ডে গণমাধ্যম কর্মী পরিচয়ে চাঁদাবাজি করার অভিযোগে মোস্তফা মোহাম্মদ সজল (৩১) নামে এক ভূয়া সাংবাদিককে আটক করেছে জনতা। পরে তাকে গ্রেফতার করেছে পুলিশ।

 

শনিবার (৮ মার্চ) রাতে মামলার পর তাকে গ্রেফতার দেখানো হয়। গ্রেফতার সজল জেলার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের ছতুরা গ্রামের মৃত ইসমাঈল হোসেনের ছেলে। তিনি পরিবার নিয়ে জেলা শহরের মধ্যপাড়ায় বসবাস করেন।

 

এর আগে শনিবার দুপুরে উপজেলার সিঙ্গারবিল বাজার সিএনজি স্ট্যান্ড থেকে চালকরা আটক তাকে করে পুলিশে সোপর্দ করেন।

 

পুলিশ ও সিএনজি চালকরা জানান, সিঙ্গারবিল বাজার স্ট্যান্ডে একটি পরিচালনা কমিটির মাধ্যমে সিএনজি গুলো পরিচালনা করে আসছে। গত ২-৩ দিন টেলিভিশন সাংবাদিক পরিচয়ে অবান্তর কিছু অনিয়মের অভিযোগ তোলেন মোস্তফা মোহাম্মদ সজল নামে ওই যুবক। পরে সেই সংবাদ প্রকাশ না করার অনুরোধ জানান পরিচালনা কমিটি। পরে ১০ হাজার টাকায় সেটি রফা দফার কথা হয়।

 

কিন্তু চালকরা এই টাকা দিতে অস্বীকার করলে সজল সংবাদ প্রচার করার হুমকি প্রদান করেন। শনিবার দুপুরে মোটরসাইকেল করে এসে তিনি আবারও টাকার দেওয়ার কথা বলে হুমকি দেন। এর একপর্যায়ে সজলের কাছে তিনি কোন টেলিভিশনের সাংবাদিক সেটি জানতে চাইলে একেক সময় একেক টেলিভিশনের পরিচয় দেন।

 

তার কথাবার্তা সন্দেহজনক মনে হলে যাচাই করে দেখা যায় তার কাছে নিউজ টুয়েন্টিফোর টিভি চ্যানেলের আইডি কার্ড। পরে ওই কার্ড ভূয়া বলে প্রমাণিত হয়। তিনি গণমাধ্যম কর্মী নন। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

 

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী জানান, এ ঘটনায় সিঙ্গারবিল বাজার সিএনজি স্ট্যান্ড পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বাদী হয়ে মামলা করেছেন। রাতে সেই মামলা নথি করার পর সজলকে গ্রেফতার দেখানো হয়েছে। তাকে রোববার আদালতে প্রেরণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category