রাজধানীর হাতিরঝিল থানা এলাকায় অপরাধ দমনে দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) হাতিরঝিল থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন— জাকির (৪৫), মো. রুবেল (২৪), নজরুল ইসলাম রাসেল (৪১), সাদ্দাম হোসেন নোমান (২১), সোহান মোল্লা (২০), নাসির উদ্দিন খাঁন (৩৫), মো. আশরাফুল ইসলাম জুয়েল (৩৫), মো. রাজীব (২৮), মো. রিয়াদ আহম্মেদ (২০), আব্দুল্লাহ আল মামুন সামি (২১), মোস্তাফিজুর রহমান (২৯), তানভীর হোসেন রাব্বী (২৮), মো. সোলাইমান (৩৫) ও মো. মারুফ হাসান (৩৫)।
হাতিরঝিল থানা পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (৫ জানুয়ারি) থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত এসব ব্যক্তিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ আরও জানায়, এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে অব্যাহত