জামালপুরে ঝিনাই নদীতে গোসলের সময় ৩ শিশুর মৃত্যু, ২ নিখোঁজ
- Update Time : ১২:০২:২০ পূর্বাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
- / ২৯ Time View
জামালপুরে ঝিনাই নদীতে গোসলের সময় ৩ শিশুর মৃত্যু, ২ নিখোঁজ
জামালপুরের মাদারগঞ্জে ঝিনাই নদীতে গোসল করতে গিয়ে সহোদর ভাই-বোনসহ ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোজ রয়েছে আরও দুই শিশু। শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে উপজেলার চর ভাটিয়ানী এলাকায় এ ঘটনা ঘটে।
জামালপুর ফায়ার সার্ভিসের টিম লিডার রফিকুল ইসলাম জানান, শুক্রবার বিকেলে মাদারগঞ্জ উপজেলার সিধুলী ইউনিয়নের চর ভাটিয়ানী এলাকায় ঝিনাই নদীতে গোসল করতে যায় ৬ জন শিশু। গোসলের এক পর্যায়ে পানিতে ডুবে নিখোজ হয় ৫ শিশু, অপর শিশু ইয়াসীন সাতরে তীরে উঠে আসে। খবর পেয়ে জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরী দল ঘটনাস্থলে গিয়ে ৩ শিশুর মরদেহ উদ্ধার করে। নিহতরা হলো- চর ভাটিয়ানী এলাকার দুদু মিয়ার সন্তান সহোদর ভাই-বোন আবু হাসান (৮) ও মরিয়ম (১২) এবং সরিষাবাড়ি উপজেলার বাউশী এলাকার নুর ইসলামের মেয়ে সাইরা আক্তার (৮)।
এছাড়াও পার্শবর্তী কাজিয়াবাড়ী এলাকার আজাদের মেয়ে কুলসুম (১১) ও একই এলাকার বৈশাখী (১১) নামে এক শিশু এখনো নিখোঁজ রয়েছে। রাত হয়ে যাওয়ায় ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান স্থগিত করেছে। এলাকাবাসী এবং পরিবারের সদস্যরা গভীর শোক ও আতঙ্কে রয়েছেন।
উপজেলা প্রশাসন এই ধরনের দুর্ঘটনার পুনরাবৃত্তি রোধে সতর্কতা ও নদী তীরে নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে জরুরি পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ পানিতে ডুবে শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছে।










