ঝালকাঠির নলছিটি উপজেলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় শনিবার (১০ জানুয়ারি) নলছিটি মার্চেন্ট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত দোয়া ও মিলাদ অনুষ্ঠানে বক্তৃতা সংক্ষিপ্ত করার সিদ্ধান্তের পর থেকে দুই পক্ষের মধ্যে বিশৃঙ্খলা, মঞ্চ দখল ও হাতাহাতির মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে, ঘটনাটি কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের শীর্ষ নেতাদের উপস্থিতিতেই সংঘটিত হয় এবং প্রায় ১০ হাজার নেতাকর্মী এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, অনুষ্ঠান চলাকালে সময়ের স্বল্পতার কারণে বক্তৃতা কমানোর সিদ্ধান্ত নেয়া হলে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম গাজী উত্তেজিত হয়ে জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল মন্টুর হাত থেকে মাইক্রোফোন ছিনিয়ে নেন এবং ছাত্রদল ও যুবদলের ২০ থেকে ৩৫ নামধারী কর্মী মঞ্চে উঠে সিনিয়র নেতাদের সামনে হাতাহাতিতে জড়িয়ে পড়েন,
এতে অশালীন ভাষায় গালাগাল শুরু হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার স্বপনসহ উপস্থিত কেন্দ্রীয় নেতারা মঞ্চে দাঁড়িয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন এবং দীর্ঘ চেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে, দোয়া ও মোনাজাতের মতো ধর্মীয় অনুষ্ঠানে এমন আচরণে কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতারা, জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের শীর্ষ নেতারা বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেন ও জড়িতদের বিরুদ্ধে দলীয় ও আইনগত ব্যবস্থা চেয়ে তৃণমূল নেতাকর্মীরা দাবি তুলেন এবং তাদের মতে প্রায় ১০ হাজার মানুষের সামনে দলের সিনিয়র নেতাদের অপমান ও বিদ্রোহমূলক আচরণ শুধু দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেনি বরঞ্চ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মত প্রকাশ করেন এবং তীব্র আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয় বলে খবর পাওয়া গেছে।